প্রকাশিত: Fri, Mar 22, 2024 11:54 AM
আপডেট: Mon, Apr 28, 2025 11:50 PM

[১]পরিবহন চাঁদাবাজি একেবারে বন্ধ করা সম্ভব নয় এটি নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন নির্দেশনা দিয়ে বলেন, দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছেই। এই দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি হুইলার, মোটরসাইকেলের বেপরোয়া ড্রাইভিং সবকিছু মিলিয়ে এই এক্সিডেন্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

[৩] নিরাপদ সড়ক প্রকল্প দ্রুততার সহিত বাস্তবায়ন করার নির্দেশও দেন তিনি। 

[৪] তিনি আরো বলেন, যদি শীতল মনোভাব নিয়ে থাকি দুর্ঘটনা হতেই থাকবে। এ ব্যাপারে দোষ না চাপিয়ে যার যার দায়িত্ব পালন করা উচিত। 

[৫] বৃহস্পতিবার ( ২১ মার্চ ) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের সভায় এই নির্দেশনা দেন। 

[৬] তিন চাকার গাড়ি মোটরসাইকেলের উপদ্রব কমাতে এখানে একটি নীতিমালা করা দরকার বলে মনে করেন সড়ক ও পরিবহন মন্ত্রী। তিনি উলেখ করেন, ২২টি সড়ক মহাসড়কে এসব চলাচল নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তা কার্যকর হচ্ছে না।  এখানে হাইওয়ে পুলিশ ও বি আর টি এ র সক্ষমতা বাড়াতে হবে। এটা যদি না হয় তাহলে যত সিদ্ধান্ত নিই না কেন তা বাস্তবায়ন করা কঠিন।

[৭] এ সময় ঢাকা শহরে এখনো লকর ঝক্কর গাড়ি চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এই ঢাকা শহরে এসব গাড়ি তৈরীর অনেক কারখানা আছে। আমি নিজে দেখেছি। গাড়িতে রং লাগাচ্ছে। দশ দিনও থাকে না এসব রং। 

[৮] এই ঢাকা শহরে প্রাইভেট কার, গাড়ি কত আধুনিক উল্লেখ করে তিনি বলেন, এই নগরীতে বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল ও চট্টগ্রামে চলাচল করা গাড়ি এর থেকে ভালো। এ সময় গাড়ির মালিকদের ঈদ উপলক্ষ্যে লোক দেখানো নয় গাড়িগুলোকে মোটামুটি ফিটনেসে আনার আহ্বান জানান তিনি।

[৯] মতবিনিময় সভায় ঈদের যানজটের সম্ভাব্য ১৫৫ টি স্থান চিহ্নিত করা হয়। তবে মন্ত্রী কয়েকটি স্থানের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ঈদের সময় দুইটা জায়গায় ঠিক করেন সব ঠিক। ঢাকায় হানিফ ফ্লাইওভারে ফেনী থেকে আসতে যে সময় লাগে সেই ফ্লাইওভার পার হতে এর চেয়ে বেশি সময় লাগে। এখানে একটা কিন্তু আছে। টোল বাড়ানোর জন্য এখানে কিন্তু সৃষ্টি করা হয় কিনা সেটা দেখতে হবে। আর গাজীপুরের চন্দ্রা, বঙ্গবন্ধু  সেতুর পশ্চিম পাড়সহ কয়েকটা জায়গা ঠিক করতে হবে।

[১০] উত্তরবঙ্গটাই আসল উল্লেখ করে সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রামে সমস্যা হবে না।  সিলেট সড়কের কাজ কয়েকদিন বন্ধ রাখুন। নতুবা বৃষ্টির পানি আর নির্মাণাধীন রাস্তার ইট, বালুতে সব একাকার হয়ে যাবে। গাজীপুরে বিষয়টি আমি নিজেই দেখছি। চৌরাস্তায় সাতটি ফ্লাইওভার খুলে দেওয়া হচ্ছে। গাজীপুরে এমনিতেই এখন আর উল্লেখযোগ্য যানজট নেই।

[১১] গাড়ির চাপ থাকলে যানজট হবেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন একেবারে যানজট মুক্ত হবে এই দাবি করা সমীচীন নয়। ঈদ যাত্রায় গাড়ি চলাচল সচল রাখতে ঈদের আগে ও পরে পাঁচ দিন স্টেশন খোলা রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেতু মন্ত্রী।  যানজট নিরসনে খন্ড খন্ড বৈঠক করতে হবে সংশ্লিষ্টদের নিয়ে। 

[১২] ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে মনিটরং থাকলেও যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের আগেভাগেই সতর্ক করে দেওয়ার কথা বলেন তিনি। 

[১৩] তবে, পরিবহন চাঁদাবাজি একেবারে বন্ধ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন এটি নিয়ন্ত্রণ করতে হবে।

[১৪] মতবিনিময় সভায় ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে অংশীজনেরা তাদের মতামত ও সুপারিশ  তুলে ধরেন। মতবিনিময় সভার মাঝে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দেন ওবায়দুল কাদের। সম্পাদনা : কামরুজ্জামান